বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনন্দ মিছিল বের করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে আনন্দ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এ উপলক্ষে পথ সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাদিউজ্জামান রাসেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম ,সাবেক ছাত্রলীগ আহবায়ক ইমদাদুল হক টিটু, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল, খুলনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাবেক লীগ নেতা আল আমিন প্রমুখ।