সচিবালয়ের চারপাশ এলাকা নীরব জোন বা No Horn Zone হিসেবে র্কাযকর করার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধদিপ্তররে উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। তার সঙ্গে ছিলেন পরিবেশ অধদিপ্তরের সহকারী পরিচালক সাইফুল আস্রাফ।
ভ্রাম্যমাণ আদালত আজ সাতটি জপি ও কার এর ড্রাইভার এবং আটটি মোটরসাইকেলের ড্রাইভারকে জরিমানা করনে। সচেতনতামূলক কার্যক্রম এর আওতায় প্রথম দিন মোট পনের জনকে সর্তকতামূলক সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। আগামী রোববার থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদরে বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সরকার গত ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ র্অথাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা No Horn Zone এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার র্হন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ মাস কারাদ-ে দ-তি বা অনধিক ১০ হাজার টাকা র্অথদ-ে বা উভয় দ-ে দ-িত হতে পারনে।