শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান গার্লস স্কুলের সামনে থেকে অটোরিক্সা স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক স্থান ত্যাগ করার পরই ফের চাঁদাবাজরা স্ট্যান্ডটি দখল করে নেয়। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সরকারি সুফিয়া এ হাই খান গার্লস স্কুলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি সরেজমিনে দাড়িয়ে থেকে বিদ্যালয়ের সামনে থেকে অটোস্ট্যান্ড ও ময়লার ভাগার সরানোর নির্দেশ দেন। তিনি নির্দেশ দিয়ে ওই স্থান ত্যাগ করার ১০ মিনিটের মধ্যেই অটোস্ট্যান্ডের চাঁদাবাজরা ফের স্ট্যান্ডটি চালু করে দেয়।
এর আগে শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রিক্সা ও অটোস্ট্যান্ড উপজেলা প্রশাসন ২ বছরেও সরাতে পারেনি। ভেস্তে গেছে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা। বিষয়টি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা সহ বিভিন্ন সভায় জোড়ালো ভাবে উঠে আসলেও নেপথ্যে এক ইউপি চেয়ারম্যানের ইশারায় তা ব্যার্থ হয়ে আসছিল। কিছুদিন পূর্বে সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের ১ দিনের উদ্যোগে সেই জটলা সরে যায়। তাদের উদ্যোগও পরে ব্যর্থ হয়।
স্থানীয়রা জানায়, শ্রীনগর বাজারের একদিকের প্রবেশ মুখকে কেন্দ্র করে সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রিক্সা ও অটোষ্ট্যান্ড গড়ে উঠে। একদিকে ষ্ট্যান্ডের কারণে জ্যাম অপরদিকে চাঁদা আদায় কারীরা ষ্ট্যান্ডের সম্মুখের ফুটপাতে প্রতিদিন ৫/৬ টি করে অস্থায়ী দোকান বসানোর কারনে এতে স্কুল শুরু ও ছুটির সময়ে শিক্ষক এবং ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোন কোন সময় তাদের ২শ গজ জায়গা পেরুতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। জ্যামের এই সুযোগকে কাজে লাগিয়ে বখাটেরা যৌন নিপিড়নের সুযোগ নেয়। বখাটে অনেক অটো চালককে দেখা গেছে জোড় করে স্কুলের ছাত্রীদেরকে অটোতে তুলে নিয়ে হেনস্তা করতে। একজন ছাত্রীকে হেনস্তার বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন আইন শৃংখলা কমিটির সভায় তুলে ধরে অটোষ্ট্যান্ড সরানোর নির্দেশ দিলেও তা কাজে আসেনি। এর আগে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি,চৌধুরী অটোষ্ট্যান্ড সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। সাধারণ মানুষ এই আশ^াসে সস্তি পেলেও তার নির্দেশেও কোন কাজ হয়নি। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম একাধিকবার উদ্যোগ নিয়ে ব্যার্থ হন।
এমপি, ডিসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ ব্যার্থ হওয়ার কারণ তথ্যানুসন্ধান করতে গিয়ে জানাযায়, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোকলেছুর রহমানের আর্শিবাদপুষ্ট ইউপি সদস্য হামিদ মেম্বারের নেতৃত্বে এই অটোস্ট্যান্ড গড়ে উঠেছে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটো চালক জানান, অটো প্রতি দৈনিক তারা ৩০ টাকা দেন। রিক্সার জন্য নির্ধারিত ১০ টাকা। এই লাইনে প্রায় দুই শতাধিক ব্যাটারি চালিত অটোরিক্সা ও রিক্স রয়েছে। মেম্বারের ভাগনে পরিচয়ে একজন অটোস্ট্যান্ড পরিচালনা করেন। স্ট্যান্ডটি থেকে প্রতি মাসে প্রায় ৩ লাখ টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা প্রশ্ন রাখেন কে বেশী ক্ষমতাধর স্থানীয় এমপি, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাকি অটোস্ট্যান্ড দখলে রাখা উইপি চেয়ারম্যান ও মেম্বার?