মোল্লাহাটে কোন বিরোধ ছাড়াই হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার নাশুখালী বাজারে মঙ্গলবার সন্ধায় বর্বরোচিত ওই ঘটনা ঘটে। উপর্যুপরি কুপিয়ে যখম করার ওই ঘটনায় দুই ভাইয়ের একজন পালিয়ে গেলেও অপর জনকে ধরে পুলিশের কাছে হস্থান্তর করেছে উপস্থিত জনতা। পরে ওই ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে।
মামলার বিবরণ ও ভিকটিমের নিকটজন সুত্রে জানা যায়, ঘাটবিলা গ্রামের মৃত আতিয়ার রহমান মল্লিকের একমাত্র পুত্র নিরাপরাধ সুজন মল্লিক (২৮) নাশুখালি বাজারের জনৈক তরিকুল মোল্লার চা দোকানের মধ্যে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। ওই সময় একই গ্রামের (প্রতিবেশী) মোঃ বেনজির মোল্লার দুইপুত্র নেশাখোর মোঃ ইয়াছিন মোল্লা ওরফে নিলয় (২৪) ও মিলন মোল্লা (২০) ছ্যান দা ও রাম দা দিয়ে ঘাড়-গলা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ী কোপাতে থাকে। তখন উপস্থিত জনতা ইয়াছিন ওরফে নিলয়কে ধরে ফেলে এবং মিলন পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশে খবর দেয়াসহ তাৎখনিক গুরুতর যখমী সুজনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নেয় লোকজন। এরপর উন্নত চিকিৎসার প্রয়োজনে ফকিরহাট থেকে খুমেক হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এখনও সুজনের অবস্থা আশংকা জনক বলে জানান তার আপন জনরা। ওই ঘটনায় মোল্লাহাট থানার মামলা নং-০৫, তাং-১৮/১২/১৯ইং, ধারাঃ-৩২৬/৩০৭।