গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন এক সময়ের তুখোর ছাত্র নেত্রী উম্মে জাহান রিংকু।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে পৌরসভার ৭,৮ ও ৯ নং ওর্য়াড বাসীর নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন উম্মে জাহান রিংকু। উম্মে জাহান রিংকু পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিরুল ইসলাম বুলার কন্যা। দেশে যখন নারী নের্তৃত্ব রেড়েই চলছে, নারীরা যখন দেশের উন্নয়নসহ সকল কর্মকান্ডে জরিয়ে পরেছে, তখন তাদের নেতৃত্বের ক্ষেত্রে উচ্চ শিক্ষার প্রয়োজন রয়েছে। সে দিক থেকে সমাজে উম্মেজাহান রিংকুর মত নেত্রীর প্রয়োজন। কারন,শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বি এস এস, বি এড পাশ। সে বিগত তিনবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করে রাজনৈতিক প্রতিহীংসার স্বীকার হয়েও বিপুল ভোট পেয়েছিল। তিনবারই সে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছে। তাই সে আগামী পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। জনগনের সুখে দুঃখে পাশে থেকে সকল উন্নয়ন কাজে সম্পৃক্ততা থাকার জন্য সাংবাদিকদের মাধ্যমে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও বাসদ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, সধারন সম্পাদক বি. কম শিখা দত্ত, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ,সহ-সাধারণ সম্পাদক বাবু কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু,দপ্তর সম্পাদক,মুরশিদা আক্তার সুইটি,সাহিত্য সম্পাদক মিজানুর রহমান প্রধান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম মন্ডল, তাজুল ইসলাম প্রধান,তারাজুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।