দাকোপে নবযাত্রা প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপাদ বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, মাসুম আলী ফকির, সুদেব রায়, নবযাত্রা প্রকল্পের ম্যানেজার মাহবুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, ফিল্ড ম্যানেজার স্টিফেন হেমবরন, টেকনিক্যাল অফিসার স্বপ্ন রানী নাগ,সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, দেবব্রত বিশ্বাস, আলাল মির্জাসহ বিভিন্ন ইউয়িনের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, ইউপিএসসি কমিটির সভাপতি ও সিভিএ নেতৃবৃন্দ। সংলাপে বক্তৃরা উপজেলায় চলমান ২৩টি কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সংকট দূর করে গ্রামাঞ্চলে মা শিশু সহ সাধারন মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জিও এনজিও এবং সাধারন মানুষকে এগিয়ে আসার আহবান জানান।