ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই প্রশিক্ষনে অংশগ্রহন করে উপজেলার ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা। শিক্ষার ক্ষেত্রে গতানুগতিক পাঠদান পদ্ধতির ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক প্রযুক্তিগত ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষাথীদের শাররিীক ও মানুষিক বিকাশ ঘটানো ও প্রকৃত শিক্ষায় মান উন্নয়ন করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়ন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ক কমিটি।
প্রশিক্ষণ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন এবং উপজেলা সহকারী প্রোগ্রামার তনালিতা সরকার। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষাণার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।