মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ পরিচালিত “মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প” পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাসের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা যুব-উন্নয়ন অফিসার এস,এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও সংশ্লিষ্ট প্রকল্প সুপারভাইজার রিপন অধিকারীসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রমূখ।