সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সরকারি কেবি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যানদের পক্ষে এস এম সোহরাব হোসেন, সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব আহবায়ক কাজী নজরুল ইসলাম বাবুল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মান সূচক ক্রেস্ট রিনাত ফৌজিয়ার হাতে তুলেদেন প্রধান অতিথি মহিউদ্দিন আহমেদ। সিরাজদিখানের ভালবাসার আবেগে কেঁদে ফেলেন বিদায়ী এ কর্মকর্তা। এসময় তাকে বুকে জরিয়ে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার।