বৃহস্প্রতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কে এস প্রতিবন্ধী স্কুলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কে এস প্রতিবন্ধী স্কুলের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্জুরুল আলম, প্রধান শিক্ষক রওশানা আরা’ ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার প্রমূখ।
আলোচনা শেষে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কে এস প্রতিবন্ধী স্কুলের ছাত্র/ছাত্রীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ।