সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় নির্বাহী কর্মকর্তা ডা. আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। সভায় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু বকর সিদ্দিক, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বয়রাগাদি ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী। সভায় বক্তারা সার্টিফিকেট মামলা, বাল্য বিবাহ, মাহেন্দ্র গাড়ি চলাচল, অবৈধ ইট ভাটা ও অবৈধ ভাবে ফসলী জমির মাটি কাটা প্রসঙ্গে বক্তব্য রাখেন।
এ সময় আলোচনায় উঠে আসে এ উপজেলায় সরাকরি ব্যাংক থেকে লোন নিয়ে যারা লোন পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হবে। আর যারা কমলোন নিয়েছেন তাদের দ্রুত পরিশোধ করতে এবং কিস্তিতেও পরিশোধ করতে পারবেন। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানদের সহযোগীতা করার কথা বলেছেন। কিন্তু চেয়ারম্যানগণ এখানো কোন সহযোগীতা না করায় তিনি দু:খ প্রকাশ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাল্য বিবাহ প্রসঙ্গে বলেন যে ভাবেই হোক গোপনে অনেক বিয়ে হয়ে যায়। বিয়ে হলেও সকল প্রমান নিয়ে বিয়ের পরেও আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বাল্য বিবাহ রোধ হবে। লতব্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন বলেন এখানো ৪ টি পয়েন্টে মাটি কাটা হচ্ছে অবৈধ ভাবে। তবে একটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে ব্যবস্থা নেওয়ায় বন্ধ হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ, কেয়াইন ইউপি চেয়ারম্যান শেখ মো. আশরাফ আলী, শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, পল্লি বিদ্যুৎ সমিতি সিরাজদিখান জোনাল অফিস ডিজিএম মো. জাকির হোসেন, প্রেসক্লাব আহবায়ক কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ।