শুক্রবার (২০ ডিসেম্বর) আয়োজিত আওয়ামী লীগের ২১তম কাউন্সিলকে ঘিরে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতা প্রবল হলেও আমাদের কর্মীদের ঢলও বাড়ছে। বাংলাদেশর সব জেলা উপজেলা থেকে আগামীকাল নেতাকর্মীরা যোগ দেবেন।’
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মঞ্চ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের আয়োজনে প্যান্ডেল ও মঞ্চ ছাড়া তেমন কোনো সাজসজ্জা নেই। দায়িত্বে থাকা উপকমিটি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছে। তাছাড়া আমাদের সামনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো এজেন্ডা বাস্তবায়নের বিষয় রয়েছে। এবার আমাদের সব আয়োজন প্যান্ডেল আর মঞ্চকে ঘিরেই।’
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রী, সভাপতি তার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর ২১ তারিখ নির্বাচন কমিশন মঞ্চে আসন গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করবেন।’