কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে নবনির্মিত দড়িচর উচ্চবিদ্যালয়ের উদ্বোধন করলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও পর্দা টেনে নবনির্মিত এই বিদ্যালয়ের উদ্বোধন করেন। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুল আমিন, শিল্পপতি গোলাম মোস্তাফা, আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুর রহমান খন্দকার, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, বিদ্যালয়ের শিক্ষার্থী মীম প্রমুখ।
উল্লেখ্য, তৎকালীন ইউএনও আজগর আলীর তত্বাবধানে চলতি বছরের ২০ এপ্রিল জেলা প্রশাসক আবুল ফজল মীর বিদ্যলয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে ১০১ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার গুণগত মাণ নিশ্চিত করণে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে খেলার মাঠের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এ সময় উপস্থি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়া, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ।