রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে অফিস যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে।
এর আগে গুরুতর আহত অবস্থায় আশরাফ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বেলা ১১টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় থেকে সূচনা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন তিনি।
নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন বাবা। কিছুক্ষণ পর শুনতে পারি তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় আমি সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, রাস্তা পার হওয়ার সময় আসাদগেট কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।