রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
গ্রেফতাররা হলেন- মো. আরিফুল করিম চৌধুরী (৩৮), মেহেদী হাসান শাকিল (২০), আব্দুল্লাহ আল মামুন (১৮) ও নাজমুল হাসান (২৯)।
এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই পুস্তিকা ও সংগঠনের লিফলেট পাওয়া যায়।
মোজাম্মেল হক বলেন, পরে সংবাদ সম্মেলনে করে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।