কুমিল্লার নাঙ্গলকোটে মাওলানা আলী ওয়াক্কাস (রহ:) ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা গতকাল বুধবার নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮শ ১৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্র সচিব ছিলেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এম এম আব্দুল কাদের। হল সুপার ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন। পরীক্ষা পরিচালনা করেন মাওলানা আলী ওয়াক্কাস (রহ:) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আ.ন.ম. মনজুরুল ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো: মাসউদুল ইসলাম, সহকারী পরিচালক মাওলানা মো: কাউসার আলম, মাওলানা মো: গিয়াস উদ্দিন, হাফেজ মো: সালাউদ্দিন মোরশেদ, মো: মামুনুর রশিদ, মো: আতিকুল ইসলাম তানভীর। পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম মনিরুজ্জামান খান, একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান প্রমুখ।