বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য সেলিমা আহমাদ মেরী বলেছেন, প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সেবা থেকে শুরু করে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। বাণিজ্য ছিল এবং বাণিজ্য আছে, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে আবিষ্কার করি; তা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে বাণিজ্যের প্রসার ঘটবে না। বর্তমান বিশে^র সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কর্মসংস্থানের জন্যও বিজ্ঞান ও প্রযুক্তির ওপর আরও বেশি পড়াশোনায় মনোযোগি হতে হবে।
হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার বিকেলে কুমিল্লার হোমনায় দুই দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এ উপল্েক্ষ মেলাপ্রাঙ্গণে আলোচনা সভা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
মনিরুল ইসলাম মমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ছাড়াও বিভিন্ন দপ্তর-বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি।
মেলায় স্থাপিত ১৪টি ষ্টল স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় বিজ্ঞান বিষয়ক নানা প্রজেক্ট উপস্থাপন প্রদর্শন করা হয়।