দাকোপে বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা লাঞ্চিতের সৃষ্ট ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টার প্রতিবাদে দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিবৃতি। বিবৃতিতে তারা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান তার বক্তৃতায় বলেন, আমরা মুক্তিযোদ্ধারা কোন রাজাকারের হাত থেকে সংবর্ধনা গ্রহন করতে চাইনা। রাজাকারদের হাতে জাতীয় পতাকা উত্তোলন করতে দেবনা। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান কোথায় এই মর্মে বক্তৃতা করার সময় উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের ছেলে নাতি ভাইসহ কতিপয় উশৃংক্ষল যুবক তাঁকে উদ্দেশ্য করে বক্তৃতা বন্দ কর, মঞ্চ থেকে নেমে আয় ভুয়া মুক্তিযোদ্ধা এহেন অশ্লীল অপমান জনক ভাষা ব্যবহার করে লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। সমাবেশের শেষ পর্যায়ে বীরমুক্তিযোদ্ধাদের লাঞ্চিত অপমানিত করার প্রতিবাদে আহুত প্রতিবাদ সমাবেশকে বানচাল করার জন্য উদ্দেশ্য মূলকভাবে স্বজোরে মাইক বাজানো হয়। মাইকের সাউন্ড কমানোর ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল অপপ্রচার করে চলেছে যা মুক্তিযোদ্ধা এবং জাতির জন্য দুঃখজনক। বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন এবং তাদের যথাযথ সম্মান ও জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতার হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ ফকির, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, সমারেশ ঘরামি, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রজত কান্তি শীল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, সুদেব কুমার রায়, অধ্যাপক দুলাল রায়, সঞ্জিব মন্ডল, গাজী রবিউল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শিবপদ পোদ্দার, দেবব্রত বিশ্বাস, শেখ শফিকুল ইসলাম আক্কেল, বিনয় কৃষø সরদার, হিমাংশু সরদার, স্বপন কুমার সরকার, অধ্যাপক সুপদ রায়, অপরাজিত মন্ডল অপু, পরিমাল কান্তি রপ্তান, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যুনন্দ কবিরাজ, অরবিন্দু সরদার, সরোজিত রায় কুঞ্জু, মৃনাল মল্লিক, ক্ষিতিশ চন্দ্র রায়, জ্যোতি শংকর রায়সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্তৃবৃন্দ।