'জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি'--এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ বুধবার বেলা ১১টায় শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস।
মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন স্বাধীনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মাহমুদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় উপজেলার ২০ টি স্কুল ও কলেজ অংশগ্রহন করছে। কাল অনু্ষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড। কাল সন্ধ্যায় মেলার সমাপ্তি ঘটবে।