কোনো ধরনের অর্জন ছাড়াই স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন গত ২ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হয়। স্রেফ আগামী বছর গ্লাসগোতে পরবর্তী সম্মেলনে কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণের পরিকল্পনা উপস্থাপনের সিদ্ধান্ত দিয়ে শেষ হলো ম্যারাথন এই সম্মেলন। বিশ্বের সবচেয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলো হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, রাশিয়া, জাপান, জার্মানি, ইরান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। এ গ্যাস উৎপন্নে ক্ষতিগ্রস্তদের মাঝে রয়েছে কিছু অনুন্নত ও উন্নয়নশীল দেশও। এর মধ্যে বেশির ভাগ দেশের জলবায়ু সংকট মোকাবেলার আর্থিক সক্ষমতা নেই। কার্বন নিৎসরণ কমাতে ২০১৫ সালের ফ্রান্সের চুক্তি অনুযায়ী প্রতিটি দেশকে তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমণে চেষ্টা চালাতে হবে। অপেক্ষাকৃত দরিদ্র রাষ্ট্রগুলোকে নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ সহায়তা দিতে হবে। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ এরইমধ্যে ক্ষয়ক্ষতির শিকার হয়ছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
এবারের সম্মেলনে নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করা হলেও তাতে একমত হতে পারেনি বিশ্ব নেতারা। সম্মেলনের লক্ষ্য ছিলো, ২০১৫ সালের করা প্যারিস জলবায়ু চুক্তিতে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার বিষয়ে নতুন পদক্ষেপ গ্রহণ। ইউরোপীয়ান ইউনিয়নসহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা ছোট দ্বীপরাষ্ট্রগুলো খসড়া চুক্তিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল ও ভারতসহ বেশ কিছু দেশ এ চুক্তিতে ভেটো দেয়।
কার্বন নিঃসরণে দায়ি দেশগুলো অনেক প্রভাবশালী। যে কারণে ছোট দেশগুলোকে আবেদন আর পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা ছাড়া তেমন কিছু করার থাকে না। জলবায়ু সম্মেলন থেকে ফেরার পর বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা জানান, গত বছর যেখানে বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছিল, এ বছর তা কমিয়ে ৬ দশমিক ৬ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। এভাবে প্রতি বছর বরাদ্দ কমিয়ে দেয়া হলে একসময় এ তহবিল অকার্যকর হয়ে পড়বে। পৃথিবীর প্রভাবশালী অনেক দেশ উচ্চহারে কার্বন নিঃসরণ করে ভূম-লে উষ্ণতা বৃদ্ধি করছে। জলবায়ু সংকটের জন্য সবচেয়ে বেশি তারাই দায়ী। তাদের এ থাবায় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো বেকায়দায় রয়েছে। এই তালিকায় আমাদের বাংলাদেশও রয়েছে।
আমারা মনে করি যাদের মাধ্যমে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। যে সমস্ত দেশ এর জন্য দায়ি তারা কেউই গরিব নয়। তারা উন্নত রাষ্ট্র হয়েও চুক্তি এবং আইন ভঙ্গ করে অনুদান কমাবে কেন? আমরা মনে করি তাদের এ সুযোগ দেয়া ঠিক হবে না। কারণ এভাবে সুযোগ দিলে তারা পরিবেশের আরও বেশি ক্ষতি করবে। সুতরাং ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে এটা নিয়ে আর্ন্তজাতিক পর্যায়ে আমাদের জোর দাবি তুলতে হবে। তাদের কাছ থেকে যে কোনো মূল্যে পরিপূর্ণ ক্ষতিপূরণ আদায় করতে হবে।