মোল্লাহাটে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণ প্রকল্প” বাস্তবায়নের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে কাজের অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আয়োজনে বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাকক্ষে এ অবহিতকরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (যশোর) মোঃ আকছেদ আলী, বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ব্যবস্থাপক জসিম উদ্দিন তালুকদার, সিনিয়র জেলা ব্যবস্থাপক পলাশ হালদার ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক দিপঙ্কর চক্রবর্তী, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সাংবাদিক মোঃ জেহাদ সিকদার, শেখ শাহিনুর ইসলাম শাহিন, মিয়া পারভেজ আলম, মোঃ হুমায়ূন আজাদ, শেখ সোহেল রানা, মোঃ জিন্নাত সআলী সিকদার, মোঃ মনিরুজ্জামান মোল্লা, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক হোসেন, ব্র্যাকের মোঃ ইদ্রিস আলী, ইউথ সদস্য সজিব সরকার ও নাট্যকর্মী শিবনী রানী দাস প্রমূখ।