গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিন্ডার গার্টেন ও উত্তরবঙ্গ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেধা মূল্যায়নে প্লে-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্টিত হয়েছে।
গত ১৭ ও ১৮ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৩০ টি কিন্ডার গার্টেন স্কুলের প্লে-পঞ্চম শ্রেণীর ১ হাজার ২ শ ১৬ জন শিক্ষার্থী ও আদর্শ প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে ৫ শ ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। বে-সরকারী প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টান গোবিন্দগঞ্জ কিন্ডার গার্টেন ও উত্তরবঙ্গ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্লে-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য এ বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্টিত হচ্ছে।
গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় সার্বিক নিয়ন্ত্রন ও পরিচালনা করেন, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাজেদুর রহমান, আব্দুস সালাম, শাহারুল ইসলাম, আহসান হাবীব(নান্নু) আশরাফুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমূখ এবং আদর্শ প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে পরীক্ষায় সার্বিক নিয়ন্ত্রন ও পরিচালনা করেন, সভাপতি সাহিনুর জামান আঙ্গুঁর ও সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমূখ।