মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলার কুমারভোগ কলমিলতা পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছ।
সোমবার বিকালে লৌহজং উপজেলার কুমারভোগে পাঠাগারের কার্যালয়ে নাসির খানের সভাপতিত্বে ও তানজিল ও রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ আব্দুস সবুর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও চিত্রশিল্পী জনাব রিয়াজুল ইসলাম সোহেল।
এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা রতন, আলহাজ্ব ইউনুছ আহমেদ খান, আতাউর রহমান, আব্দুল জলিল শেখ ও জহিরুল ইসলাম খান কে মুক্তিযোদ্ধা সম্মননা স্বারক প্রদান করা হয়।
লৌহজং উপজেলা শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে ভূষিত হওয়ায় ৩নং কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম শিউলিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।