শ্রীনগরে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ৪০ টি আশ্রয়হীন পরিবার। বুধবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহন কারীরা জানায়, শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বাগানবাড়ী এলাকার সাইদুল ও অহিদুল গং টাকার বিনিময়ে প্রায় ৪০ টি পরিবারের কাছে দখল বুঝিয়ে দেয়। দখল পেয়ে সরকারী জমিতে প্রায় ৩৫ বছর ধরে ভিটে মাটিহীন ৪০ টি পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে কেউ কেউ সরকারের কাছ থেকে লিজ নিয়ে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। বাকীরা সরকারের কাছ থেকে লিজ পাওয়ার জন্য স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে।
ওই এলাকার কদমআলী সর্দারের ছেলে জহির সর্দার জানান, তারা সাইদুল ও অহিদুল গংদেরকে টাকা পরিশোধ করে প্রায় ৩৩ বছর আগে দখল বুঝে নিয়ে সরকারের কাছ থেকে লিজ নেন। তাদের ভিপি কেস নং ১৩/৮৬। তারা হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। তারপরও ভূমিদস্যুরা তাদেরকে এখন সরকারী জায়গা ছেড়ে দিতে বলছে। জায়গা না ছাড়ায় তারা সরকারী সার্ভেয়ারের মাধ্যামে বসানো সীমানা পিলার উপড়ে ফেলেছে।
কে এম রাজু জানান, তিনি ওই চক্রটির কাছ থেকে দখল কিনে নিজের নামে লিজ নবায়ন করে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। তারপরও তারা ৩ দিন পূর্বে তার জমিতে কাজ করার জন্য দিন মজুর লাগিয়ে দেয়। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে অভিযুক্ত সাইদুল সর্দার বলেন তারা ভূমিদস্যু নন এবং মানববন্ধনে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়।