মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে গরিব ও দুঃস্থদের জন্য স্বস্থ্যসেবা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
বুধবার সকালে উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীন কল্যান কর্মসূচী প্রকল্পের উদ্যোগে গরীব ও দুঃস্থদের জন্য এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকার প্রায় ৬০ জন প্রবীনকে এই চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ নাজিবুল হক। এসময় গরীব ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। প্রবীন কল্যান কর্মসূচী প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আবু হানিফ এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর (হলদিয়া) লৌহজং শাখার ম্যানেজার মোঃ নুরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল সরকার, সাংবাদিক আবু নাসের লিমন, হাজ্বী মোতালেব চৌধুরী, মোঃ শাহজাহান কালু, হাজ্বী নাজিম উদ্দিন, নজরুল ইসলাম প্রমূখ।