শ্রীমঙ্গলে বাতায়নের মেধা মুল্যায়নী পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরিক্ষা অনু্ষ্িঠত হয়।
শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন স্কুল সমুহের ৫ম থেকে ৯ম শ্রেনি পর্যন্ত প্রতিটি বিদ্যালয় থেকে ৫ জন করে মোট ৬০০ শিক্ষার্থী এ মেধা মুল্যায়নী পরিক্ষায় অংশগ্রহন করে।
বাতায়নের সাধারন সম্পাদক অধ্যাপক অবিনাশ আচার্য জানান, পরিক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এসি ল্যাণ্ড মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
অবিনাশ আচার্য জানান, আজ সন্ধ্যার মধ্যে পরিক্ষার ফলাফল ঘোষনা করা হবে।