”মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি ”খবর কালীগঞ্জ” এর কুইজ প্রতিযোগীতা - ২০১৯” এর বাছাই পর্ব অনুষ্টান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কালীগঞ্জ শহরের ভ’ষন রোডে পত্রিকার কার্ষালয়ে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। খবর কালীগঞ্জ” এর প্রধান সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। বাছাইপর্বে লটারীতে বিজয়ীদের ১০ জনের মধ্যে মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন মোহায়মিনুল হক নিলয়, ২য় হয়েছেন দিপ দাস ও ৩য় হয়েছেন শিমুল। এ অনুষ্টানটি খবর কালীগঞ্জ” পেজ আইডিতে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।
খবর কালীগঞ্জ” এর নির্বাহী সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনের পরিচালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, খবর কালীগঞ্জ’ এর উপদেষ্টা কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, গাজী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, জয়যাত্রা টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি হাবিব ওসমান, খবর কালীগঞ্জ” এর সাব-এডিটর আরিফ মোল্যা, বেলাল হোসেন বিজয়, জুয়েল রানা, মতিউর রহমান, দিপ্ত ও রিয়াজ উদ্দিন।
কুইজের পরিচালক সাব-এডিটর আরিফ মোল্ল্যা ও জুয়েল রানা জানান, এবারে কুইজ প্রতিযোগীতায় ৩ হাজার ৪’শত ৪৪ জন অংশগ্রহন করেন। এদের মধ্যে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ৪৪ জন। কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বাছাই করা হয়। এই বাছাই পর্ব সম্পন্ন (লটারী) পরিচালনা করেন পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ অনুষ্টানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে শান্তনা পুরস্কারের ৭ জন ভাগ্যবান হলেন, অচিন্ত বিশ^াস, নয়ন, সুস্মিতা সেন, অরুপ ঘোষ, রুমি বিশ^াস, অন্তু মূখার্জি ও অর্ক। অনুষ্টান শেষ পর্বে সম্পাদক মহোদয় কুইজে অংশগ্রহনকারী প্রতিযোগী ও পত্রিকার পাঠকদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।