গত ৩ দিনের টানা শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়ায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ছিন্নমুল মানুষ শীতে যুবুথুবু হয়ে পড়েছে।গত ২ দিনে সুর্যের মুখ দেখেনি এলাকাবাসী। পৌষ মাস পড়ার সাথে সাথেই শীতের তীব্রতা বেড়েছে। দিন রাত ২৪ ঘন্টা শুধু বৃষ্টির মত শিশির পড়ছে। বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা । শৈত্য প্রবাহের ফলে খেটে খাওয়া মানুষগুলো কাজকর্ম করতে পারছেনা। কুয়াশার কারণে ঢাকাগামি বাস এবং নদী পথে স্যালো নৌকা গন্তবে পৌঁছতে দেরি হচ্ছে। সন্ধ্যায় ছেড়ে আসা চিলমারি ও গাইবান্ধার নৌ-যাত্রীদের কে অনেক সময় নদীতেই রাত্রি যাপন করতে হচ্ছে বলেও জানা গেছে। বালিয়ামারী আদর্শ গ্রামের ইনছান আলী ইনছু(৭৮) জানান,কি ঠান্ডা পড়েছে বাবা। ঠান্ডায় হাত-পা কোকরা লাগছে। আমি বুড়ো মানুষ আমার ভাগ্যে ১টি কম্বলও জোটেনি। এদিকে প্রায় ১লক্ষ মানুষের জন্য ২ হাজার পিচ কম্বল বরাদ্ধ হলেও তা ছিন্নমুল মানুষের কাছে পৌঁছেনি। কিছু ব্যবসায়ী স্থানীয় বাজারে কাটা কাপড় উঠালেও তার দাম দ্বিগুন হওয়ায় কেনার সাধ্য হচ্ছে না অনেকের। ফলে নদী ভাঙ্গা ও হত দরিদ্র চরের মানুষ শীতে কষ্ট করতে হচ্ছে। তাদের অভিযোগ অন্য বছরের তুলনায় এ বছর সরকারের শীত বস্ত্রের বরাদ্ধ কম কেন। গত ১মাস পূর্বে বসুন্ধারা গ্রুপ থেকে শীতবস্ত্র বিতরণ করেছে।এছাড়া বে সরকারী কোন প্রতিষ্ঠান বা কোন বৃত্তবানরা এখনও শীতার্তদের পাশে দাড়ায়নি। মানুষের পাশাপাশি গবাদি পশুপাখী শীতে কাহিল হয়ে পড়েছে। প্রচন্ড শৈত্য প্রবাহের ফলে শাকসবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে শাক সবজির দাম বেড়ে গেছে। এ ব্যাপারে রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন আজিজুর রহমান জানিয়েছেন সরকারি ভাবে ২ হাজার পিচ কম্বল পাওয়া গেছে যা ৩ ইউপিতে ভাগ করে দেওয়া হয়েছে।উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো জানান সরকারের পাশিাপাশি এনজিও ও বৃত্তবানদের শীতার্তদের পাশে দাড়ানো দরকার ।