'দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রীমঙ্গলের সাংবাদিক আতাউর রহমান কাজল, এসি ল্যাণ্ড মাহমুদুর রহমান প্রমুখ।