মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহয়তা ট্রাস্টি বোর্ডের সহকারী সচিব বিমল চন্দ্র দেব, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জেন্ট সুমন বণিক, সহকারী কমিশনার (ভূমি) ইমাম রাজী টুলু, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি, ডা. আরশাদ কবির প্রমূখ।