স্ত্রী এমপির সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবাসায়ী নেতা। স্ত্রী সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আর স্বামী বাংলাদেশের এক জন বিশিষ্ট ব্যবসায়ী নেতা এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
কুমিল্লার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা দিয়েছে হোমনা-তিতাসের নেতা-কর্মীরা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রথম বর্ষপূর্তি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাথালিয়াকান্দি গ্রামে তার ‘বড় বাড়িতে’ এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তিনি ও তার সহধর্মীনী সেলিমা আহমাদ মেরী এমপি আগত দুই উপজেলার অসংখ্য নেতা-কর্মী-সাধারণ মানুষকে অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন।
প্রধান অতিথি মাতলুব আহমাদ রাজনৈতিকভাবে সেলিমা আহমাদ মেরী এমপিকে সহযোগিতা করায় আগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দুই উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক,জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও নিটল-নিলয় গ্রুপের ভাইহ চেয়ারপারসন সেলিমা আহমাদ মেরী কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনে ’১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।