মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর থেকে একটি বনবিড়াল উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগ। আজ সকালে এটিকে বর্ষিজোড়া ইকো- পার্কে অবমুক্ত করে দেয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুত্র জানায়, রবিবার গভীর রাতে মোস্তফাপুর এলাকার সৈয়দ কবির আহমদ ফাঁদ পেতে বনবিড়ালটি আটক করেন।
কবির আহমদের উদ্ধৃতি দিয়ে বন্যপ্রাণী বিভাগ সুত্র জানায়, প্রায় প্রতিরাতেই বনবিড়ালটি তার বাড়িতে এসে হাঁস- মোরগ খেয়ে ফেলত। কিছুতেই এটিকে ধরা যাচ্ছিল না। পরে ফাঁদ পেতে আটক করা হয় বনবিড়ালটিকে।
খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের লোকজন বনবিড়ালটি উদ্ধার করে মৌলভীবাজার বন্যপ্রাণী কার্যালয়ে নিয়ে আসেন।
আজ সকালে বনবিড়ালটি বর্ষিজোড়া ইকো- পার্কে ছেড়ে দেয়া হয়। এ সময় বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা- কর্মচারীররা উপস্হিত ছিলেন।