রোববার বিকেল সাড়ে চারটা। হঠাৎ জেলা প্রশাসনের গাড়ি বাড়ির সামনে। অনেকে দেখে হতবাক। ছুটে আসল আশপাশের লোকজন। কিন্তু বাড়ি ছিল না কেউ। খোজঁখবর নিয়ে বাড়ির অদুরে চুলকাঠি বাজারে চায়ের দোকানে কিসমতভট্ট গ্রামের বিজন ও পঙ্কজ দেবনাথ দুই ভাইয়ের সাক্ষাত হয় অতিরিক্ত জেলা প্রশাসকের। সেখানেই তাদের হাতে তুলে দেয়া প্রায় ১০ লাখ টাকার দুটি চেক। এই চেক পেয়ে খুশি দুই ভাই।
বিজন ও পঙ্কজ দেবনাথ বলেন, জেলা প্রশাসন এখানে আসবেন কখনও ভাবতে পারিনি। আমরা অনেক বার জমি অধিগ্রহন শাখায় গিয়ে চেক পাইনি, আজ আমাদের বাড়িতে এসে না পেয়ে খুঁজে বের করে চেক দিবে কখনও বিশ্বাস করতে পারেনি। দালালমুক্ত ও দূনীতিমুক্ত জেলা প্রশাসন চাই। আমরা খুশি হয়েছি। আরও যারা চেক (জমির অধিগ্রহন টাকা) পাবেন তারা যেন আমাদের মত চেক পান এই আশা করি।
অপরদিকে রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মমতাজ বেগম খানজাহান আলী বিমান বন্দরের অধিগ্রহনকৃত জমির টাকা পেয়ে খুশি। তিনি বলেন, ভ্যান যোগে বাড়ি যাবার পথে জেলা প্রশাসনের গাড়ি দেখে এগিয়ে গেলাম। জানতে পারলাম জমির টাকার চেক দেয়া হচ্ছে। পরে তাদের কাছ থেকে দুটি চেক পেলাম। এভাবে জমির টাকার চেক পাবো কোন দিন বুঝতে পারিনি। এলাকাবাসী বর্তমান জেলা প্রশাসনের এই ব্যতিক্রম উদ্যোগে খুশি। এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি তাদের।
বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, জেলা প্রশাসনে সচ্চতা ও জবাবদিহিতার লক্ষে ঘরে ঘরে সেবা পৌছে দিতে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ স্যারের এই ব্যতিক্রমী উদ্যোগী হয়ে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খুলনা ও মোংলা রেললাইন এবং খানজাহান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহনের টাকার চেক জমির মালিকদের খুঁজে বের করে যেখানে পাবো সেখানেই তাদের প্রাপ্য আমরা দিতে বদ্ধ পরিকর। দালাল ও দূনীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষে কাজ করছে বাগেরহাট জেলা প্রশাসন।
আমরা রোববার খুলনা ও মোংলা রেললাইন এবং খানজাহান আলী বিমান বন্দরের ৩৪ জন জমির মালিকদের খুঁজে বের করে বাড়ি ও ঘরে গিয়ে ৮৫ লাখ টাকার চেক বিতরন করেছি।