গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ী থেকে তাড়াইয়া দেয়াসহ ভয় ভীতি, হুমকি প্রদান করায় নিরাপত্তা পেতে থানায় জিডি করেছেন মোফাজ্জল হোসেন।
জিডি সুত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম দীর্ঘ দিন থেকে মোফাজ্জল হোসেন ও ছেলে সিরাজুল সহ পরিবারে লোকজনদেরকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়াসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি, হুমকি প্রদান করায় মোফাজ্জল হোসেন গোবিন্দগঞ্জ থানায় গত ১৯ অক্টোম্বর ৮৫৮ নং জিডি করেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অনেক শালিশ/ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এতে সাইফুল আরও বেপরোয়া হয়ে বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি প্রদান করায় মোফাজ্জল গোবিন্দগঞ্জ থানায় জিডি করেছেন।