ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়ামের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ভবনটির নাম ফলকের লালসালু উন্মোচন করে শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নতুন এ ভবনটি নির্মানে ব্যায় হয়েছে ৫ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৫৫৭ টাকা।
ভবনটির উদ্বোধন লক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে ওই ভবনের সন্মেলন কক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ এলজিডি অফিসের নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রেজা, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও ভবনের ঠিকাদারী প্রতিষ্টানের স্বত্বাধিকারী। উদ্ধোধন অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যম কর্মী, ইউপি চেয়ারম্যানগন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। শেষে এক দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম সাংবাদিক রুহুল আমিন সৌরভ।