ঝিনাইদহের আইনশৃংখলা বিষয়ক সার্বিক কর্মমূল্যায়ন করে কালীগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাঃ মাহ্ফুজুর রহমান মিয়াকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানায় যোগদানের পর সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায়, ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়াকে শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে-সভার সভাপতি পুলিশ সুপার হাসাসুজ্জামান (পিপিএম বার) সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদি (সদর) এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (সদর সার্কেল), জেলার ৬ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন-সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও থানা পুলিশের দায়িত্ব পালনে বেশি বেশি মনোযোগী হওয়ার জন্য আমার কড়া নির্দেশনা রয়েছে। কালীগঞ্জ থানার এই অর্জন সকল কর্মকর্তার সম্মেলিত প্রচেষ্টার ফসল।এদিকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়াকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করায় ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ উপজেলাবাসী। উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি ঘটায় এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাকে থেকে সাধুবাদ জানান এলাকার সূধী মহল।
তিনি ঢাকা কলেজ থেকে ফিলোসফিতে অনার্স ও মাস্টার ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলায়।