ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে সোমবার রাতে বাংলাদেশে কৃষক সমিতি মধুখালী উপজেলা কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসে গ্রামে স্বাক্ষরতা জ্ঞান ও পাঠ অভ্যাস গড়তে তোলার জন্য "কৃষক স্কুল" উদ্বোধন করা হয়েছে।
কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. মানিক মজুমদার কৃষক নেতা নিত্য গোপাল বিশ্বাস এর বাড়ীতে "কৃষক স্কুলের" উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন সিপিবি মধুখালী উপজেলা সম্পাদক শাহ কুতুবুজ্জামান সহ স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।
কৃষক নেতা মানিক মজুমদার বলেন উপজেলার যেখানেই কৃষক সমিতির কমিটি রয়েছে সেখানেই " কৃষক স্কুল" গড়তে পিছিয়ে পরা কৃষক সমাজকে স্ব শিক্ষিত করে গড়ে তুলতে কৃষক নেতৃবৃন্দকে দায়ীত্ব¡ নিতে হবে। এ সময় ২১ জন কৃষকের হাতে সমিতির উদ্যোগে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।