নড়াইলের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের ভেতরে গণকবর দেয়া সাতজনের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণকবরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নড়াইল প্রেসক্লাবের সামনে পদযাত্রা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২০ জুলাই নড়াইল সদরের তুলারামপুর গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যসহ আটজনকে হাত-পা বেঁধে জীবন্ত কবর দেয় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা। এর মধ্যে রফিকুল ইসলাম তরফদারকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি দেয়া হলেও বাকি সাতজনকে দেয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, তরফদার রেজাউল ইসলাম, তরফদার সাজ্জাদ হোসেন টিপু, হোসনে আরা কাইজার, শামছুন্নাহার প্রমুখ।
বক্তারা জানান, ১৯৭১ সালের ২০ জুলাই নড়াইল সদরের তুলারামপুর গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যসহ ওই গ্রামের আটজনকে পানি উন্নয়ন বোর্ডের ভেতরে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা গণকবরে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যা করে। তুলারামপুর গ্রামেই সন্তান তৎকালীন মহকুমা পিচ কমিটির চেয়ারম্যান সোলাইমান মোল্যার নেতৃত্বে আটজনকে হত্যা করা হয়। ১৭ জুলাই সূর্যোদয়ের আগেই পাকহানাদারবাহিনী তুলারামপুর গ্রামের মুক্তিকামী ২৮জনকে চোখ বেঁধে প্রথমে পাউবো অফিসে স্থাপিত সেনা ক্যাম্পে এবং পরবর্তীতে যশোর সেনানিবাসে নিয়ে যায়। এর মধ্যে ছিলেন তৎকালীন নড়াইল মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের (ভিসি স্কুল) সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান তরফদার, ছালাম তরফদার, লুৎফর রহমান তরফদার, রফিকুল ইসলাম তরফদার, তরফদার মোশাররফ হোসেন, মাহতাব উদ্দীন তরফদার, আলতাফ হোসেন তরফদার, ফজলু তরফদার, নওশের তরফদার, খয়বর তরফদার, মকবুল শিকদার, শাহীদুল শিকদার, কাইজার মোল্যা, মোকাম মোল্যা ও আকবর মোল্যাসহ ২৮জন। দু’দিন পর ১৯ জুলাই আবার নড়াইল পাউবো সেনা ক্যাম্পে ফিরিয়ে এনে তাদের ওপর অমানসিক নির্যাতন চালায় পাকবাহিনী ও রাজাকাররা। এক পর্যায়ে জ্ঞান হারানো ২৮ জনকে ক্যাম্পের পাশের ঝোপ-জঙ্গলে ফেলে দেয়া হয়। এর মধ্যে অনেকের জ্ঞান ফিরলে সেনাক্যাম্প থেকে রাতের আঁধারে পালিয়ে আসতে সক্ষম হন। তবে আটকে রাখা হয়-আতিয়ার রহমান তরফদার, ছালাম তরফদার, রফিকুল ইসলাম তরফদার, মাহতাব উদ্দীন তরফদার, আলতাফ হোসেন তরফদার, মকবুল শিকদার, কাইজার মোল্যা ও মোকাম মোল্যাকে। পরদিন ২০ জুলাই ভোরে আটজনকে টেনে-হিঁচড়ে পানি উন্নয়ন বোর্ডের ভেতরের এক কোণে এনে তাদের দিয়ে গর্ত খোঁড়ানো হয়। এরপর তাদের হাত-পা বেঁধে সেই গর্তেই জীবন্ত মাটিচাপা দেয়া হয়।
বক্তারা বলেন, এই আটজনের মধ্যে একমাত্র রফিকুল ইসলাম তরফদারকে প্রায় পাঁচ বছর আগে ‘শহীদ মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি দেয়া হয়েছে। পরিতাপের বিষয় স্বাধীনতার ৪৮ বছরেও বাকি সাতজনকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি দেয়া হয়নি। আমাদের প্রশ্ন-একজন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলে বাকি সাতজনের দোষ কী? এ ব্যাপারে আমরা সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করি।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক ও নড়াইল সদরের ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন গণকবরস্থ সাতজনের পরিবারের সদস্যরা।