দাকোপে মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করার ঘটনার জের হিসাবে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী সমর্থকরা পাল্টা মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মুনসুর আলীকে নিয়ে নানা কটুক্তি এবং অপমান জনক কথা বলার অভিযোগ এনে তার সমর্থক আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চালনা বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় উদ্দেশ্যমূলকভাবে উপজেলা চেয়ারম্যানকে হেয় করে কটুক্তি করা হয়েছে বলে অভিযোগ করে ঘটনায় জড়িতদের বিচার দাবী করেছেন।