ঝিনাইদহের মহেশপুর উপজেলায় টহল পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় এক 'ডাকাত' নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ২টার উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচনন্দরপুর বাকেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একদল ডাকাত কৃষ্ণচনন্দরপুর বাকেরখাল এলাকায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির চেষ্টা করছিল।
এ সময় সেখানে টহল পুলিশ পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ডাকাতের লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও এসএমএসে জানানো হয়।