গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও থানা পুলিশের কুচকাওয়াজ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শণ করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদিতে সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন, কমিউনিস্ট পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া ডিগ্রি কলেজ, প্রাইভেট হসপিটাল এসোসিয়েশন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, কাপাসিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
মহান বিজয় দিবসের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও ’উৎসব’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, টি-২০ ক্রিকেট ম্যাচ, উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ভাতা প্রদান, শীত বস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা র্স্মাটকার্ড বিতরণ এবং আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, সূধি একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ অংশগ্রহনে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা ঃ ইসমত আরা’র সভাপতিত্বে এবং সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি এমপি। অন্যান্যের মাঝে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল আলম খান বেনু, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আলহাজ¦ মোঃ আমানত হোসেন খান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, সামসুদ্দিন খান, আইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, রওশন আরা সরকার, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। বিজয়োৎসবের প্রথম দিনে রোববার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা চত্বরে ছিল আলোর মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে উপজেলার ৩৩ টি ওয়ার্ডে রক্তদাতা মোটরবাইক পরিবহন উদ্বোধণ করেন।