১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়, মুত্তাকী ইবনু মিনান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ আরপিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সোমবার প্রথম প্রহরে নগরীর মডার্ণ মোড়স্থ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উৎসর্গিত অর্জনে পুষ্পস্তবক অর্পণ শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনারের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উদযাপন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, রংপুর জেলার পুলিশ সুপারসহ রংপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে আরোও উপস্থিত ছিলেন রংপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এরপর উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করেন এবং প্যারেড ও কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন প্রতিযোগীতা পরিদর্শন করেন। সর্বশেষে প্রতিযোগীতায় অংশ্রহণকরী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-উপলক্ষে পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর সভাপতিত্বে পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান করা হয়।
রংপুর মডেল কলেজে মহান বিজয় দিবস’ পালিত
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : রংপুর মডেল কলেজে মহান বিজয় দিবস’ পালিত হয়েছে। দিনের শুরুতে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী রংপুর মডেল কলেজ হতে নগরীর মডার্ণ মোড়স্থ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উৎসর্গিত অর্জনে পুষ্পার্ঘ অর্পণ করে কলেজে এসে শেষ হয়।
র্যালী শেষে কলেজ হলরুমে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, ছাত্রীদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আবদুস শুকুর খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনসার আলী, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আসলাম হাকীম, ইতিহাস বিভাগের প্রভাষক লায়লা নাসরীন।
অনুষ্ঠানে ছিলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব মুকুল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল ওয়াহেদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়ব মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আতিকা বেগম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এমদাদুল হকসহ কলেজের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ। অতঃপর দিনব্যাপী বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান ও উচ্চমাধ্যমিকদলের সমন্বয়ে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হক।