১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লাল সবুজের আলোকসজ্জায় রংপুর যেন পরিণত হয়েছিল একখন্ড লাল সবুজের পতাকায়। গতকাল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জল দিন। রোববার রাতে বিজয় দিবস উপলক্ষে বর্নিল সাজে সেজেছিল রংপুর। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান প্রধান সড়কে রঙ্গিন পতাকা ও প্রতি মোড়ে মোড়ে লাল সবুজের আলোর ঝিকিমিকিতে দেখেছে রংপুরবাসি।বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসকের কার্যালয়,ডিআইজির কার্যালয়,জেলা পুলিশের কার্যালয়,জেলা পরিষদসহ সরকারি অফিস গুলো লাল সবুজের বর্ণিল আলোয় আলোকিত করেছে রংপুর। গতকাল রাতে কাচারীবাজার জীরো পয়েন্টে পুলিশ সুপারের বাসভবন ও রংপুর জেলা পরিষদের বর্ণিল আলো দেখে স্বাধীনতার স্বাদ পেয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষক আশরাফ আলী।অন্যদিকে,রোববার রাতে ঘড়ির কাঁটায় ১২টা পার হতেই জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করতে এসে জয় বাংলা প্রতিধ্বনি তোলে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন। ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ সমবেত কণ্ঠে জয় বাংলা স্লোগান দিয়ে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ মিনারে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।দিবসের প্রথম প্রহরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টি ও এসব দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এছাড়া রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিটি প্রেসক্লাব, টিসিএ রংপুর, দৈনিক আখিরা পরিবার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বাংলার চোখ, কাকাশিস, রংপুর নাট্যকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে রাতে সরকারি কোনো প্রতিষ্ঠান ও সংস্থাকে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে নগরের মডার্ন মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন এ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে। হাতে লাল সবুজের পতাকা মুখে জয়বাংলা স্লোগানের মধ্য দিয়ে প্রকাশ পায় বঙ্গবন্ধুর স্বপ্নকে আকড়ে ধরে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার অভিপ্রায়।