কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ভোরে উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠান আনসার ও পুলিশ বাহিনীর কুচকাওয়াজ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযু্িক্তর সর্বজনিন ব্যবহার ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো, মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, সাবেক যুগ্ন-সচিব আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, পৌর আ’লগি সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, যুবলীগের আহ্বায়ক খন্দকার মো.নজরুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
শেষে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা ৬ টায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।