রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে ১১৯ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (অবঃ) গোলাম রহমান মিয়া।
এসময় বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্যা, সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার প্রমুখ।
সংবর্ধনায় ১১৯জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।