মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলাতেও অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর লক্ষ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
সোমবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জেলার ৪ টি উপজেলায় ৩২৮ জন মুক্তিযুদ্ধাদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্রটি তুলে দেয়া হয়।
উপজেলার তথ্য মতে, মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ছাড়া জেলার অন্যান্য ৪ টি উপজেলার এ কার্যক্রম শুরু করা হয়। সিরাজদিখান উপজেলায় ১৫৫ জন মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড প্রদান করা হয়। এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৬ জন মুক্তিযোদ্ধা প্রত্যেককে সাত হাজার টাকা করে দেওয়া হয়। গজারিয়া উপজেলায় ৫০ জন মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড প্রদান করা হয়। শ্রীনগর উপজেলায় ১২১ জন মুক্তিযোদ্ধা ও লৌহজং উপজেলায় ০২ জন মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড প্রদান করে এই কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তথ্য মতে, এই কার্যক্রম একটি চলমান পক্রিয়া। ইতোমধ্যে অনেক মুক্তিযোদ্ধা এ কার্ড সংগ্রহ করেছেন। যারা পাননি, তাদেরই আমরা দিচ্ছি। এ ছাড়া যেসকল মুক্তিযোদ্ধারা এই কর্মসূচিতে অংশ নিতে পারেনি তারা পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড গ্রহণ করতে পারবেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকা মোতাবেকই আমরা স্মার্টকার্ড সরবরাহ করবো।
প্রসঙ্গত: ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করে। যার ভিত্তিতেই পরবর্তীকালে ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেয়া হচ্ছে। গড়ে তোলা হয় এনআইডি তথ্য ভান্ডার। বর্তমানে ৫০টির বেশি সংস্থা-প্রতিষ্ঠান এ তথ্যভন্ডার থেকে ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে নিচ্ছে। এতে অপরাধী চিহ্নিতকরণসহ বহুমুখী সমস্যা সমাধান সহজ হয়ে গেছে। এছাড়াও সহজেই মিলছে নাগরিক সেবা।