ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বরেরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর শোভাযাত্রাটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান মিনি, পৌর যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর কমিশনার আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোহাম্মদ জিন্নাহ, যুবদলের সভাপতি শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মনিরুল ইসলাম, জবেল আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জেল হোসেন তপন, জেলা মৎস্যজীবি দলের আজিজুল ইসলাম বাটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, ছাত্রনেতা সোহেল রানা, শুভ আহমেদ জনিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এরপর সেখানে দেশের মঙ্গল ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি কামনা করে দোয়া কামনা করা হয়।