প্রথম পর্যায়ে সারাদেশে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
এই তালিকায় ঝিনাইদহের ৬ উপজেলায় ৭৭ জন রাজাকারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ঝিনাইদহ সদরে ৬, কোটচাঁদপুরে ২২, কালীগঞ্জে ৩, মহেশপুরে ১ ও শৈলকুপায় ৪৫ জন রাজাকারের নাম তালিকায় স্থান পেয়েছে।
তারা হলেন, ঝিনাইদহের অ্যাডভোকেট এম. এ মজিদ, ঝিনাইদহের কাঞ্চননগর এলাকার শফাতুল্লা মোল্লার ছেলে সিরাজউদ্দিন মোল্লা, জানানুদ্দিনের ছেলে নাসিরুদ্দিন আহমেদ, ঝিনাইদহের ব্যাপারীপাড়ার মোঃ কামরুদ্দিন, ব্যাপারী পাড়ার নাসির উদ্দিন মজুমদার আহমেদের ছেলে বারির উদ্দিন আহমেদ মজুমদার, পবহাটি এলাকার ইশরাত আলীর ছেলে বাবু ওরফে বদরুদ্দিন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকার সুবরাত আলীর ছেলে আক্কাছ আলী, পাঁচু মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম, কেরামত আলীর ছেলে আব্দুছ ছাত্তার, কেরামত আলীর ছেলে এরশাদ আলী ও জোনাব আলী, কোবাদ আলী খাঁনের ছেলে মোহাম্মদ আলী খান, রুস্তম আলী, ফতিয়াকুঠী এলাকার রহমান মন্ডলের ছেলে মোঃ শাহরালী মন্ডল, রহমান মন্ডল, লক্ষীকুন্ড গ্রামের আলী আহম্মদ, নওদা ছয়খাদা গ্রামের রুস্তম আলী, ছয়খাদা গ্রামের সুজা উদ্দিনের ছেলে ফিরোজ আলী, সুয়াদী গ্রামের সুলতান মোল্লা, কন্যানগর গ্রামের নুর ইসলাম পাটোয়ারী, মান্দারবাড়ীয়া গ্রামের গফুর ঢাকালের ছেলে আলী ঢাকালে, সুয়াদী গ্রামের দরুদ আলী, কন্যানগর গ্রামের শফি উদ্দিন, মঙ্গল বিশ্বাস, শ্রীরামপুর গ্রামের আমানুর রহমান, সাফদারপুর গ্রামের জিতু খানের ছেলে রশিদ খান, খোরশেদ আলীর ছেলে খোকন, লক্ষীকুন্ড গ্রামের আলী আহম্মদের ছেলে আবুল কাশেম।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ফারাশপুর গ্রামের আজিবর রহমান বিশ্বাসের ছেলে নুর উদ্দিন আহমেদ, মস্তবাপুর গ্রামের হজ্জত আলী বিশ্বাস, কামালহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্ধরপুর গ্রামের সুলতান আলী খানের ছেলে মুনছুর আলী খান।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাতুরা গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে আকবর আলী, বড়দা গ্রামের ইয়ার আলী মন্ডলের ছেলে আফছার মন্ডল, শ্রীরামপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আবদুল মতিন, শৈলকুপা গ্রামের ভাইজান আলী বিশ্বাসের ছেলে খায়েরবার আলী বিশ্বাস, শিতলিপাড়া গ্রামের আইনুদ্দিন মন্ডলের ছেলে মহিরউদ্দিন মন্ডল, শ্রীরামপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আবদুল মান্নান, শেখপাড়া এলাকার সামাদ আলীর ছেলে আবদুল মালেক, মল্লিক চাঁদের ছেলে গোলাম হোসেন, আরমান বিশ্বাসের ছেলে খবির উদ্দিন, সিদ্দি এলাকার মফিজউদ্দিন বিশ্বাসের ছেলে সদরুদ্দিন বিশ্বাস, কোবাদ আলী বিশ্বাসের ছেলে সৈয়দ আলী বিশ্বাস, বাখোরবা গ্রামের খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান, হাবিবপুর গ্রামের আজিজ উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ শেখ, পুটিমারি গ্রামের আবদুল মান্নান বিশ্বাসের ছেলে আবদুর রাজ্জাক, শ্রীরামপুর এলাকার বদরুদ্দিনের ছেলে নাজিরুদ্দিন, দিগনগর এলাকার হাজী আবদুস সামাদের ছেলে আবদুর রশিদ, সাতগাছি এলাকার আরশাদ আলী মোল্লার ছেলে আবদুল মোতালেব মোল্লা, বিজলীয়া গ্রামের গোলাম হায়দার মোল্লার ছেলে চাঁদ আলী মোল্লা, আদিলউদ্দিন জোয়ারদারের ছেলে আজিজ জোয়ারদার, ছাটুরিয়া গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে আবদুর রহিম মন্ডল, শেখপাড়ার ইরফান মন্ডলের ছেলে নজরুল ইসলাম, খন্দকবাড়িয়া এলাকার মুনছুর আলী বিশ্বাসের ছেলে আবদুল আজিজ বিশ্বাস, বিজলীয়া গ্রামের শফি মোল্লার ছেলে গোলাম সরওয়ার, দিহারা গ্রামের তোরাবুল ইসলামের ছেলে আবদুস সালাম, বালিয়াডাঙ্গা এলাকার কোরবান শেখের ছেলে আবদুর রাজ্জাক, সিদ্দি গ্রামের সৈয়দ আলীর ছেলে দেলোয়ার হোসেন, বিজলিয়া গ্রামের রিয়াজউদ্দিন বিশ্বাসের ছেলে ইসরাইল বিশ্বাস, শ্রীরামপুর গ্রামের ফজলুল খানের ছেলে পাঞ্জাব আলী খান, শেখপাড়া এলাকার গোলাম রহমান বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন বিশ্বাস, শ্রীরামপুর গ্রামের হোসেন আলী মোল্লার ছেলে আবদুর রহমান, ছাতুরিয়া গ্রামের কাদের ফকিরের ছেলে মজিবার রহমান, শিতাবুদ্দিন বিশ্বাসের ছেলে গোলাম আলী বিশ্বাস, নিশ্চিন্তপুর গ্রামের বজলুর রহমান বিশ্বাসের ছেলে আবু তালেব, আনোয়ারুদ্দিন বিশ্বাসের ছেলে এলাহি বক্স, বিজলীয়া গ্রামের কায়েমুদ্দিনের ছেলে চাঁদ আলী, সিদ্দি এলাকার মাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে দিয়ানাত আলী ওনয়ে পঁচা, আউশিয়া গ্রামের নাজিম মোল্লার ছেলে মনোয়ার হোসেন, ছাতুরিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে মজিবর রহমান, শ্রীরামপুর এলাকার তাসির আলি বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান বিশ্বাস, খামারমাদিয়া গ্রামের সেলবার সরদারের ছেলে আবুল হাসেম, বিজলীয়া গ্রামের সুজাত হোসেনের ছেলে মান্দার মোল্লা, চক শ্যামনগর এলাকার নিজামুদ্দিন শেখের ছেলে ফজলুর রহমান, ছাতুরিয়া গ্রামের পানু মন্ডলের ছেলে শাহাদৎ হোসেন, ইরফান মন্ডলের ছেলে শাহাদৎ মন্ডল, কিসমাট মালিনগর এলাকার আবদুল জলিল মন্ডলের ছেলে রায়হানুদ্দিন মন্ডল।