সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুর রহমান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ (নারায়ণগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি প্রমুখ।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামজিক ও উপজেলা প্রশাসনের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।