নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী লায়ন জাহাঙ্গীর আলম মহিলার কলেজের উদ্যোগে মহান বিজয় দিবম ১৬ ডিসেম্বর উদযাপন করা হয়েছে। সকালে কলেজের প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দে’র নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে। এরপর অধ্যক্ষ শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা সন্তান লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বিশেষ অতিথি কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মমিন উল্লা, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সেক্রেটারী আজাদ হোসেন,কাবিলপুর ইউনিয়নের সাবেক সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, কলেজের শিক্ষক রাশেল, নুরুল আলম সবুজ, মামুনুর রশিদ, শিক্ষার্থী তাহমিনা আক্তার, তানজিলা, শাহানু শিমু প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগীতা অংগ্রহকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।